চৌদ্দগ্রামে ৫ শতাধিক কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
1089
মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘প্রবাসী সূর্য সন্তান’ সংগঠনের উদ্যোগে মানবতার বন্ধু-২০২১ এর ডাল-ভাত কর্মসূচির আওতায় ৫ শতাধিক কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে চৌদ্দগ্রাম এইজ জে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী ও পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান।
 
চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার খাজু, সহ-দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য কাজী মহিউদ্দিন মুকুল, নাসির উদ্দিন, কাজী মানিক, আবুল খায়ের, আ’লীগ নেতা সাহাব উদ্দিন, যুবলীগ নেতা গাজী কাজল, ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন সৈকতসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
আলোচনা শেষে অতিথিবৃন্দ কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এদিকে কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের মাঝে সঠিকভাবে ঈদ সামগ্রী বিতরণ করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি লোকমান হোসেন আপন ও আমিনুল ইসলাম।
 
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গরীব ও অসহায় মানুষের নানাবিধ সমস্যার সমাধানে পর্যাপ্ত সহযোগিতা অব্যাহত রেখেছে।