মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ‘বিশ্ব ঐতিহ্যে অমূল্য দলিল শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল এগারটায় স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিব এর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব।
উপজেলা যুবলীগ নেতা কাজী আবুল কালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজির আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সাধারণ সম্পাদক জামশেদ হোসেন নয়ন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা কাজী সুমন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মিজানুর রহমান, কামাল হোসেন, মোশারফ হোসেন, পৌর যুবলীগ নেতা এয়াকুব নবী, গাজী ফয়সালসহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।