চৌদ্দগ্রাম উপজেলায় গণ টিকা কার্যক্রমের উদ্বোধন

0
1030

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার তের ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত গণ টিকা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে পৌরভবন প্রাঙ্গণে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এছাড়া প্রত্যেক ইউনিয়নে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌরসভায় টিকা কার্যক্রমের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাসিবুর রহমান, পৌর সচিব মো: হারুনুর রশিদ, পৌর প্রকৌশলী আবদুল আলিম, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহীন, যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতনসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, পৌরসভা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।