মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকালে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিব এমপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দীন আহমেদ পাপ্পু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিনুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপুর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, আলহাজ্ব মোশারেফ হোসেন, মাহফুজ আলম, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি শামস সেলিম, ঢাকা মহানগর আ’লীগ নেতা হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম খাঁন, মাহবুবুল হক মোল্লা বাবলু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুল ইসলাম মজুমদার ফখরুল, কালিকাপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট কবির হোসেন খাঁন, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম হাসান, বাতিসা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন মিলন প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।