চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ কে বিদায় সংবর্ধনা

0
1173

স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে চৌদ্দগ্রাম পৌরসভা,  উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভা সম্মেলন কক্ষে মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মমিনুল হক মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাস্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আবদুল জলিল রিপন, সাংবাদিক মজিবুর রহমান বাবলু, উপজেলা যুবলীগের সদস্য আরিফুর রহমান টিপু, কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, আবদুল হালিম, মফিজুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, কৃষকলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা ফরাস উদ্দিন রিপন প্রমুখ।

পৌরসভার সচিব হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবদুল আলিম, পৌর কৃষক লীগের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মো: আবদুল জলিল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ইউনুস,  কাউন্সিলর মোখলেছুর রহমান, মো: ইউনুস, যুবলীগ নেতা গাজী শহিদ, জাহাঙ্গীর আলম, মাহমুদুল করিম শামীম, মুরাদ পাটোয়ারীসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

একইদিন বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।  উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, ভিপি মাহবুব হোসেন মজুমদার, সৈয়দ আহমদ ভূঁইয়া খোকন,  মোশারেফ হোসেন, জয়নাল আবেদিন খোরশেদ, একরামুল হক একরাম, কাজী জাফর আহমেদ, মাহফুজ আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২০০০ সালে উপ পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন আবদুল্লাহ আল মাহফুজ। তিনি ঢাকা-চট্টগ্রামসহ কুমিল্লার চৌদ্দগ্রাম, দেবিদ্বার, সদরসহ দেশের বিভিন্ন থানায় চাকুরী করেছেন। ২০১৩ সালে পরির্দশক পদে পদোন্নতি নিয়ে চৌদ্দগ্রাম থানায় যোগদান করেন তিনি।। পরবর্তিতে অফিসার ইনচার্জ হিসেবে কুমিল্লার লাকসাম থানায় যোগদান করে অত্যন্ত সুনামের সাথে অর্পিত দায়িত্ব পালন করেন সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
২০১৮ সালের ৭ সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসেবে চৌদ্দগ্রাম থানায় যোগদান করেন। এরআগে তিনি চৌদ্দগ্রাম থানায় সাব ইন্সপেক্টর ও ইন্সপেক্টর (তদন্ত) হিসেবেও দায়িত্ব পালন করেন। গত ৫ নভেম্বর তিনি এন্টি টেররিজম ইউনিটের বদলি হয়েছেন। তার বদলির খবরে চৌদ্দগ্রামে অপরাধীদের মাঝে স্বস্তি আসলে সাধারণ মানুষের মনে আতংক বিরাজ করছে।