মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় পশ্চিম ধনমুড়ি মাওলানা আব্দুল মতিনের বাড়ী থেকে পশ্চিম দিকে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি বাইপাস সড়ক পর্যন্ত একটি নতুন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
রবিবার (২৪ এপ্রিল) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মফিজুর রহমান, পৌর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর সহকারী ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, সাংবাদিক আবু বকর সুজন, সোহাগ মিয়া, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।