মনোয়ার হোসেন: কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রেরণকৃত উপহার পৌরসভা এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় চারশ’ জনের প্রতিজনকে ৫০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। উদ্বোধনকালে মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, “নৌকায় ভোট দিলে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এমপি’র পক্ষ থেকে গরীব অসহায় মানুষেরা সাহায্য-সহযোগিতা পায়। প্রিয় নেতার নির্দেশে শেখ হাসিনার উপহারের এ টাকা ৪০০ জন গরীব-অসহায়দের মাঝে সুষ্ঠু ভাবে করা হবে”।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব মো: হারুনুর রশিদ, প্যানেল মেয়র মো: মিজানুর রহমান, মোসা: আমেনা বেগম, কাউন্সিলর মো: মোশাররফ হোসেন, পৌর ছাত্রলীগের মাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ্, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রলীগ নেতা রাব্বী পাটোয়ারী, প্রবাসী কিরণ পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।