চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন ও মাস্ক বিতরণ

0
1034
স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে শ্বাসকষ্ট ও করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা, অসহায় ও হতদরিদ্র রোগীদের স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন ও ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার চৌদ্দগ্রাম বাজারস্থ প্রাইম হসপিটালের সামনে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো: মিজানুর রহমান।
চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডা: আবদুল জলিল পাটোয়ারী, আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন মো: মাসুদ, সাবেক কাউন্সিলর মো: ইউনুছ, আ’লীগ নেতা পরাশ উদ্দিন রিপন, মো: ইউনুছ, আবুল হাশেম, কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনকালে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বলেন, ‘সারাদেশে করোনা মহামারী চলছে। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের উচিত-পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করে তোলা। তাহলেই মানুষ সরকারি স্বাস্থ্যবিধি মানবে। সকলকে ঘরে থাকতে হবে, প্রয়োজনে বের হলে মাস্ক পড়তে হবে। বেশি বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নিতে হবে করোনা প্রতিরোধক টিকা’। জাতির এ দুঃসময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাড়ির আশ-পাশের মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান তিনি।