চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

0
665

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে সুং গার্ডেন রেস্টুরেন্টে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের ইভিপি আবদুলাহ্ আল-কাফি মজুমদার এর সার্বিক তত্ত্বাবধায়নে, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার এর সার্বিক সহযোগিতায়, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের পিও হাবিব মহসিন সুধন, প্রচার-প্রকাশনা সম্পাদক ও কর্মসংস্থান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবুল বাশার আলাল এর পরিচালনায় এবং সহ-অর্থ সম্পাদক ও ঢাকা ব্যাংকের এভিপি এমরান হোসেন ভূঞা এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রায় শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা ও ডাচ বাংলা ব্যাংকের ডিএমডি মোহাম্মদ শহিদ উল্যাহ এফসিএ, সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ডিএমডি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, অর্থ সম্পাদক ও জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মো. নজরুল ইসলাম, ওয়ান ব্যাংকের এসভিপি গোলাম রাব্বানী, ইসলামী ব্যাংকের এসভিপি শাহাদাত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এভিপি কাজী ইলিয়াস, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের এভিপি একরামুল হক, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এফএভিপি মোজহারুল ইসলাম চৌধুরী, ইউসিবিএল এর এফএভিপি বাকিউল করিম মজুমদার, সোস্যাল ইসলামী ব্যাংকের এফএভিপি জাকির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের এসপিও কামরুজ্জামান সোহেল, সোনালী ব্যাংকের এসপিও হোসেন, সোস্যাল ইসলামী ব্যাংকের এসপিও শিহাবুল মোহাইমিন, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের এসও মোস্তাক আহমেদ, উত্তরা ব্যাংকের এসও নূর-ই-এলাহী, জনতা ব্যাংকের কর্মকর্তা আমিনুল ইসলাম ও এনআরবিসিবি ব্যাংকের কর্মকর্তা রুবেল হোসেন প্রমুখ।

মাহে রমজানের পবিত্রতা ও রোজার গুরুত্ব নিয়ে আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহুর্তে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি¡ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এ সময় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস) এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।