মুহা. ফখরুদ্দীন ইমন: শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা সংক্রান্ত সার্বিক সহযোগিতা ও বিনামূল্যে ব্লাড সেবা প্রদান সহ নানাবিধ সহযোগিতার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত, চৌদ্দগ্রাম সরকারি কলেজ কর্তৃক অনুমোদিত সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটি’ এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত শুক্রবার রাতে সংগঠনের অফিসিয়াল প্যাডে পরিচালক কর্তৃক স্বাক্ষরিত ২০২৪ সালের আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কপিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) সংগঠনের অফিসিয়াল আইডি ও পেইজে আপলোড করা হয়। নবগঠিত কমিটিতে কাজী মোহাম্মদ হৃদয়কে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুক মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; সাংগঠনিক সম্পাদক: কাজী মো: রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক: সাইদুল ইসলাম সিয়াম, ইকরামুল হক নোমান, তানভীর আহাম্মদ, অর্থ সম্পাদিকা: আনিকা আক্তার, সহ-অর্থ সম্পাদিকা: মরিয়ম আক্তার, প্রচার সম্পাদক: ফাহিম ভূঁইয়া, প্রচার সম্পাদিকা: মাহমুদা তামান্না পুষ্পা, সহ-প্রচার সম্পাদক: শাহরিয়ার আল সানিম, মেহেদী হাছান, সহ-প্রচার সম্পাদিকা: পরী চৌধুরী, খাদিজা আক্তার পিংকি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: আতিকুল ইসলাম সিয়াম, দফতর সম্পাদক: ফয়েজুল ইসলাম বিপ্লব, ব্লাড সম্পাদক: এম জে হাছান, ব্লাড সম্পাদিকা: ফারিয়া সুলতানা, সাদিয়া আহমেদ, সহ-ব্লাড সম্পাদক: কাউসার হোসেন রবিন, কাজী মেহেদী, মো: শরিফুল ইসলাম আরাফাত ও প্রোগ্রাম সম্পাদক: মো: মিজানুর রহমান নিলয়।
এছাড়াও সংগঠনের স্বাভাবিক কার্যক্রমকে আরো গতিশীল করতে ১৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ-২০২৪ গঠন করা হয়। এতে পরিচালক হিসেবে মনোনীত হলেন: দ্বীন ইসলাম রাজু, মো: মোস্তফা কামাল, আলাউদ্দিন আলো, আদনান শাকিল, মো: শাকিল আহমেদ, মো: শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম। সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ হৃদয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক মজুমদার ও অর্থ সম্পাদিকা আনিকা আক্তার পদাধিকার বলে পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হন। অন্যান্য পরিচালনা সদস্যরা হলেন যথাক্রমে: আকাশ কর্মকার, কাজী রবিউল ইসলাম, আলাউদ্দিন রবিন, মো: আরিফ খাঁ, মো: সাব্বির আহমেদ অন্তর ও মো: আবু বক্কর সিদ্দিক।
উল্লেখ্য, চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই কলেজ শিক্ষার্থীদের নানা অসুবিধা লাঘবের পাশাপাশি আত্মমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময় ফ্রি ব্লাড ক্যাম্পেইন সহ গর্ভবতী মা এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রক্ত প্রত্যাশী রোগিদের জন্য বিনামূল্যে রক্তদানের ব্যবস্থা করে আসছে। নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে কলেজ শিক্ষার্থী সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।