মুহা. ফখরুদ্দীন ইমন: ‘চৌদ্দগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের’ নবীনবরণ-প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকালে মিয়াবাজারস্থ হোটেল টাইমস স্কয়ারের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চৌদ্দগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি গাজী রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাব কর্মকতা জাকির হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি দীপক চন্দ্র মজুমদার, শিক্ষার্থী রুবাইয়া শারমিন, জাবেদ হোসাইন, তাহমিনা আক্তার, জাকির হোসেন সজিব প্রমুখ।