নাঙ্গলকোটে চৌধুরী জাফর ইকবাল স্মৃতি ফ্রিজ-এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
1261

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার নাঙ্গলকোটে চৌধুরী জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে গুণবতী একাদশ বনাম সেনবাগ একাদশ। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় গুণবতী একাদশ সেনবাগ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

মঙ্গলবার বিকালে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আবু ইউসুফ ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুর রাজ্জাক সুমন।

ইউপি সদস্য কাজী মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল বাশার আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাফেজ মো: আলী আব্বাস ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন দুলাল সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।