স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটে শরীফপুর আদর্শ ক্রীড়া সংগঠনের উদ্যোগে ও শরীফপুর গ্রামের প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আর্থিক সাহায্য প্রদানকারী সকলের সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করা হয়।
বোরবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারী মজুমদার, শরীফপুর আদর্শ ক্রীড়া সংগঠনের উপদেষ্টা মো: জহিরুল ইসলাম মজুমদার, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ্, মো: আনিসুর রহমান, মুহা. ফখরুদ্দীন ইমন, শরীফপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুন্ নূর, পেশ ইমাম মাওলানা মো: সালাহ্ উদ্দীন, সমাজসেবক আতাউর রহমান মজুমদার, জাকির হোসেন, মো: বাবুল, হেদায়েত উল্লাহ্, আলমগীর হোসেন, বাচ্চু মিয়া, তাজুল ইসলাম, সুরুজ মিয়া প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন মজুমদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো: রনি, সাংগঠনিক সম্পাদক মো: সজীব, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান জনি, সিনিয়র সদস্য মো: জাহিদ হাসান জাওয়াদ, মো: টিপু সুলতান, মো: ওবায়েদ উল্লাহ্, মো: শাকিল, মো:মাহফুজ, মো: ইমন, মো: রহমত উল্লাহ্, মো: আকরাম হোসেন, মো: আমজাদ হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।