মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা বাজার সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি বলেন, ‘যখনই নির্বাচন আসে তখনই জামায়াত-বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। অগ্নি সন্ত্রাসে মেতে উঠে তারা। খেলা হবে ২০২৪ সালে। অগ্নি সন্ত্রাসকারী জামায়াত-বিএনপিকে প্রতিহত করার মাধ্যমেই হবে আমাদের ফাইনাল খেলা। যখনই নির্বাচন আসে তখনই তারা আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাসে মেতে উঠে। এবার তাদের আর সুযোগ দেওয়া হবে না। আওয়ামীলীগের নেতৃত্বে অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। জনগণকে সাথে নিয়ে অগ্নি সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।’
তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রধানমন্ত্রীর ছোঁয়ায় পুরোদেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। তিনি নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের এ জোয়ার তরান্বিত করতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’
ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার রাফিদ এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক খাঁন, আকতার হোসেন পাটোয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান এ কে খোকন, জাফর ইকবাল, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, কাজী ফখরুল আলম ফরহাদ, নায়িমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট জুলফু মিয়া, এডভোকেট আবদুল হামিদ তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম খান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফয়জুন্নেছা আমিন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা বেগম, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, কুমিলা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আবদুল্লাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা নজির আহমেদ মজুমদার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, পৌরসভা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগ নেতা বেলাল হোসেন মেম্বার, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল-রায়হান আলকাছ, সাবেক ছাত্রলীগ নেতা আবু আহমেদ ভূঁইয়া সোহাগ, প্রকৌশলী হুমায়ুন কবির, ইউপি সদস্য নুরুল বাহার, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান চৌধুরী, কাজী মোজাম্মেল হক লাওশান, গোলাম রসুল প্রমুখ।
ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় জনসভায় চৌদ্দগ্রাম উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।