মুহা. ফখরুদ্দীন ইমন: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা আ’লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে চৌদ্দগ্রাম বাজার কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শন করছেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পূজামন্ডপ পরিদর্শনে গেলে পৌর মেয়র ও আ’লীগের নেতৃবৃন্দকে স্বাগত জানান চৌদ্দগ্রাম বাজার পুজামন্ডপের সভাপতি শ্রী নরেশ চন্দ্র বনিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শ্রী নান্টু চন্দ্র দেবনাথ, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী, কাজি আবুল কালাম, পৌরসভা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহিদ, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, কামাল হোসেন, কাজী বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক কামাল উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউছুফ আবদুল্লাহ্, পৌর ছাত্রলীগ নেতা মেহেরুল্লা কাশেম, বাজার পূজামন্ডপের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বনিক প্রমুখ।