নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) থেকে সোমবার (১৫ জানুয়ারি) পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত,পাটুয়ারটেক বীচ, ইনানি বীচে দুই দিনব্যাপী এই বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
সদস্যদের ব্যাপক হৈ হুল্লোড়, আনন্দ-উল্লাস, সমুদ্র স্নান, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে পুরো শিক্ষা সফরটি সদস্যদের মাঝে এক অন্যরকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
সংগঠনের উপদেষ্টা মো: সাইফুল ইসলাম বলেন, ‘ভ্রমণ যেমন মানুষকে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়, তেমনি স্রষ্টার সৃষ্টির রহস্যও মানুষের সামনে তুলে ধরে। আর স্রষ্টার সেই সব সৃষ্টি রহস্যগুলোর মধ্যে চক্ষু মনের প্রকৃতি রস ও জ্ঞান অন্বেষনের পিপাসা মেটানোর অনন্য একটি জায়গার নাম কক্সবাজার সমুদ্র সৈকত।’
নয়নাভিরাম পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে শিক্ষা সফরের মাধ্যমে সদস্যদের নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে বলে জানান তিনি।
বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের এবারের আনন্দ ভ্রমণে সঙ্গী হয়েছেন- ইন্জিনিয়ার কাজী শাহীন, শাহাদাৎ হোসেন, শামীম হোসেন, রিয়াজ গাজী, কাউসার হোসেন, আলা-উদ্দিন, মহিন উদ্দিন, নূর-হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, কাজী তৌফিকুর রহমান বায়েজীদ, মোহাম্মদ রুবেল, সাইফুল ইসলাম, এস-টি সিয়াম, আরিফ, শামীম, নাদিম, আরাফাত, আরমান, লিমন, আরিয়ান আরিফ, মুন্না, সিয়াম, সাইমন, রাহুল, আকিব মজুমদার, মারুফ, ফয়সাল, ফারুক, সালমান, পারভেজ, হৃদয়, তুহিন, সিয়াম, আপন, রিফাত প্রমুখ। এছাড়াও কতিপয় সদস্যের পরিবারের প্রিয়জন এবারের শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।
এত সুন্দর ও প্রাণবস্ত একটি শিক্ষা সফরের আয়োজন করায় সদস্যরা আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তারা বলেন, ‘এবারের শিক্ষা সফরে এসে আমরা যেমন অনেক আনন্দ-উল্লাস করেছি, তেমনি বাস্তবিক অনেক শিক্ষাও অর্জন করতে পেরেছি।’ তারা প্রতিবছরই এমন শিক্ষা সফরের আয়োজন করতে বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশন পরিবারের প্রতি আহবান জানান।