নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার বাতিসা বৈদ্দের বাজারস্থ একটি অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দীন ফরায়েজী লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
আব্দুল মতিন মেম্বারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাতীদলের সহ-সভাপতি আবদুর রহিম ভূইঁয়া জসিম, কৃষক দল নেতা আজাদ পালোয়ান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, যুবদল নেতা এম এ খায়ের, কামরুল হাসান, ছাত্র দল নেতা ফরিদ খাঁনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেকদল, তাঁতীদল ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।