ভুল নিয়ে কিছুক্ষণ

0
916

ভুল নিয়ে কিছুক্ষণ

আবিদা সুলতানা হীরা

মানুষ ভুল করে কারণে-অকারণে,
কেউ হয়তো ভুল করে না বুঝে।
আবার কেউ-কেউ বুঝে।
ভুলের উর্ধ্বে কেউ নেই,
কারণ, আমরা মানুষ!
আর মানুষ মাত্রই ভুল হবে।
কেউ ভুল থেকে শেখে,
আবার কেউ ভুলে-ভুলে জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়।
কেউ হয়তো ভুল শুধরে নেয়ার সময় পায়,
আবার কেউ হয়ে যায় নোংরা ষড়যন্ত্রের শিকার।
কারও জীবনে হয়তো ভুলগুলো ফুল হয়ে যায়,
আবার কারও জীবনে চরম মাসুল দিতে হয়।
ভুল করার আগে যদি কেউ এতো সব ভাবতো,
তবে হয়তো কেউ ভুল করতো না।
সব কিছুতে কিছুটা সাবধান-কিছুটা সতর্ক থাকলে হয়তো,
কিছু ভুল থেকে আমরা বাঁচতে পারি।

রিপোর্ট: আব্দুল মমিন ভূঁইয়া মীরু