মনোহরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

0
1005

মো: সাকিব (মনোহরগঞ্জ): সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে অসহায়-দুস্থ ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউনিয়নের চেয়ারম্যান মো: কামাল হোসেন। বৃহস্পতিবার (০৮ জুলাই) উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদে ৪২৫জন কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্য সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্য সহায়তা হিসেবে ১০কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে ডাল, লবন, ২টি করে সাবান বিতরণ করা হয়েছে।

এসময় মো: কামাল হোসেন বলেন, হাসনাবাদের আনাচে-কানাচে অভুক্ত রয়েছে এমন অসহায়-দুস্থ এবং লকডাউনে কর্মহীন ব্যক্তির তালিকা তৈরী করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশ এখন খাদ্যে সয়ং সম্পূর্ণ। শেখ হাসিনা সরকার গরীবের সরকার। দেশের একটি ব্যক্তিও না খেয়ে থাকবেনা। এসময় করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার আহবান জানান তিনি।