মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে আহলে সুন্নাহর বিক্ষোভ সমাবেশ

0
1199

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া বাজারে শুক্রবার (৬ নভেম্বর) জুমআর নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেরিয়া ইউনিয়নের সকল ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধি আলহাজ্ব মো: মাঈন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখেন পেরিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শিবলী নোমানী, রুদ্রচুমা জামে মসজিদের খতিব হাফেজ হাফিজুর রহমান সালেহী, শাকতলী সর্দার বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, পেরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মহিন উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মো: আমিনুল ইসলাম ভুট্টু, যুবলীগ নেতা মানিক, হাফেজ মো: ফয়েজ আহমেদ, হাফেজ মো: শেখ ফরিদ, হাফেজ মো: ইমরান হোসেন, মো: সাইফুল ইসলাম, নাজমুল হাসান, মোহাম্মদ রাকিব প্রমুখ।

সমাবেশে বক্তারা ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা প্রস্তাব জানাতে হবে এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।