নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে মারকাজুত তাহফিজিল কুরআনিল ক্বারীম মাদরাসায় বার্ষিক ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভাধিন মধ্যম চাঁন্দিশকরায় মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটগ্রাম মাদরাসার আরবী প্রভাষক ও চৌদ্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ইকবাল হোসেন সালেহী, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সামাজিক সংগঠনের সভাপতি মো: জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মুজিবুর রহমান।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁন্দিশকরা নূরানী তা’লীমুল কুরআন মাদরাসার সহকারী মুহতামীম ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, বিশষ্ট সমাজসেবক আলহাজ¦ সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দীন পাটোয়ারী, আব্দুল মমিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ফরাস উদ্দীন রিপন, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সামাজিক সংগঠনের উপদেষ্টা মো: বেলাল হোসেন, সহ-সভাপতি মো: গিয়াস উদ্দীন, ভারপ্রাপ্ত সম্পাদক মো: আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক গাজী আনোয়ার হোসেন মানিক, সহ-প্রচার সম্পাদক কবি জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, ছাত্র অভিভাবক ইলিয়াছ হোসেন, জাকির হোসেন পাটোয়ারী প্রমুখ। মাদরাসার হেফজ্ বিভাগ থেকে সর্বপ্রথম কুরআনে হাফেজ হিসেবে বের হওয়া মো: হাবিবুর রহমান জিহাদ মিয়াজীকে পাগড়ী পরিয়ে দেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি মাওলানা মনির হোসেন। শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মুনাজাত করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবক ও মাদরাসার ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।