মুন্সীরহাটে ছাতিয়ানী ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল অনুষ্ঠিত

0
1168

স্টাফ রিপোর্টার: মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নে “ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদ” কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২১ অক্টোবর) ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

ছাতিয়ানী শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো: মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, আকতার হোসেন পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল।

এসময় উপজেলা, ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি সহ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ চ্যাম্পিযন ও রানার্সআপ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।