শ্রেষ্ঠ ‘ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ হলেন চৌদ্দগ্রাম থানার এএসআই এমরান ভূঁইয়া

0
623

মুহা. ফখরুদ্দীন ইমন: বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা জেলা শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম মডেল থানায় কর্মরত এএসআই মো: এমরান ভূঁইয়া।

সোমবার (১৩ মার্চ) কুমিল্লা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিন্ন মানদন্ডের আলোকে মার্চ মাসের মূল্যায়নে চৌদ্দগ্রাম থানার শ্রেষ্ঠ ‘ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ মনোনীত হলেন এএসআই মো: এমরান হোসেন ভূঁইয়া। প্রথম বারের মত তিনি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার অর্জন করলেন। সোমবার তার হাতে সম্মাননা পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ পুলিশ কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান (বিপিএম বার)।

এ বিষয়ে এএসআই মো: এমরান হোসেন ভূঁইয়া মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ‘কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মহোদয়, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী মহোদয় সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলের দোয়া কামনা করছি’।