মুহা. ফখরুদ্দীন ইমন: বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুরে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার রানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, ইমাম হোসাইন ভূঁইয়া শরীফ, মেহরাব অপি, সাংবাদিক গোলাম রসুল, ইয়াছিন ফারুক ভূঁইয়া, ইউসুফ মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার বিচার ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভবিষ্যতে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ সময় মঙ্গলবার রাতে দৈনিক ভোরের কাগজের খুলনার তেরখাদা উপজেলা প্রতিনিধি বাসিতুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করা হয়।