সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

0
823

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নথদীঘি ইউনিয়নের সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মীনি মোসা: হামিদা রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহের মকবুলার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা কানিজ, নাজনীন সুলতানা, তাসনিম সুলতানা, সামিয়া খাতুন, নাহিদা সুলতানা, প্রিয়াংকা পাল, রুকাইয়া ফেরদাউস ও খালেদা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।