মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার বাজার আদায়কারী মো: লুৎফুর রহমান (৪২) বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে দশটায় ফেনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন পাঁচরা গ্রামের মো: কবির আহমেদ (আমিন) এর প্রথম পুত্র। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে, পিতা-মাতা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পৌর কর্মচারী লুৎফুর রহমানের মৃত্যুতে চৌদ্দগ্রাম পৌরসভায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ কালো ব্যাজ ধারণ করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু সহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।