চৌদ্দগ্রামে শিহাব-শিতাব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

0
472

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বিভিন্ন সড়কসহ ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিহাব-শিতাব ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৬ নভেম্বর) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম মজুমদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আক্কাস মজুমদার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান, আ’লীগ নেতা জাকির হোসেন সোহাগ।

এ সময় অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন আতিকুর রহমান, মো: জোবায়ের হোসেন, আরেফিন, পারভেজ, সাদ্দাস হোসেন প্রমুখ।