মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু বৃহস্পতিবার কনকাপৈত ইউনিয়নের পন্নারায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালে চোখের পরীক্ষা করেন। হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. রবিউল হাসান আখন্দ মেয়র জিএম মীর হোসেনের চোখ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করেন।
এসময় হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহসান উল্যাহ, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ নেতা মাস্টার আবদুল খালেক, ডা. সোহরাওয়ার্দী মেম্বার, মো: হারুনুর রশীদ, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ইনচার্জ শ্যামল চন্দ্র দেব, মনোয়ারা বেগম, লায়লা আক্তার প্রমুখ।
নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরু মফস্বল এলাকায় অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালের চিকিৎসার প্রশংসা করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা সম্পর্কে অবগত হন এবং হাসপাতালটি পরিদর্শন করেন।