চৌদ্দগ্রামে দৈয়ারা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৩২তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

0
1208

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী দৈয়ারা নূরানী হাফেজিয়া ও এবতেদায়ী মাদ্রাসায় ৩২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে মহাগ্রন্থ আল কুরআন থেকে বিষয়ভিত্তিক তাফসীর পেশ করেন ঢাকা খাঁনবাগ জামে মসজিদের খতিব, বিটিভি ও বৈশাখী টিভির ধর্মীয় আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হযরত মাওলানা মো: জহিরুল ইসলাম আল জাবেরী।

তাফসীরুল কুরআন মাহফিলে বিশেষ মুফাচ্ছির হিসেবে পবিত্র আল কুরআন থেকে আলোচনা পেশ করেন লাকসাম তারাপাইয়া দাখিল মাদ্রাসার সুপার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালেক আশরাফী, বসন্তপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন মাওলানা মো: সেলিম।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: আব্দুল হাই এর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আ’লীগ নেতা ও সমাজসেবক মো: কামাল হোসেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: মফিজুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অগ্রণী ব্যাংকের ডিএমডি মো: কামরুজ্জামান, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: কাউছার হামিদ বাশার, গোমতি ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মো: এমরান হোসেন বাপ্পি

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি-সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা সহ ইসলাম প্রিয় তৌহিদী জনতা উপস্থিত ছিলো।

মাহফিল শেষে হেফজ বিভাগের হাফেজে কুরআনদের মাঝে পাগড়ী প্রদান, মেধাবী ছাত্রদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে দেশ-জাতির সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।