মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” এর উদ্যোগে স্বাভলম্বী প্রজেক্ট-৩ এর আওতায় হতদরিদ্র ৩ নারীর মাঝে প্রয়োজনীয় সরঞ্জামসহ তিনটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ সদাই মেগা শপে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ, ইসলামী ব্যাংক চিওড়া রাস্তার মাথার এজেন্ট (আউটলেট শাখা) মো: মনির হোসেন খোকন, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন, হোসাইন মামুন, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, ফাউন্ডেশনের পরিচালক মো: জসিম উদ্দীন হাসান, শিক্ষক মো: বেলাল হোসেন শাকিল, ব্যবসায়ী মো: রুবেলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।