চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

0
974

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন। নিহত হলেন; মাইক্রোবাসের যাত্রী ফেনী সদরের মাস্টার পাড়ার তপন দাসের ছেলে সজিব দাস (৩২), সে পেশায় একজন মেডিকেল রিপ্রেরেজেন্টেটিভ বলে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এমরান ব্রীক্সের সামনে বুধবার দুপুর একটায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এমরান ব্রীক্সের সামনে একটি ঢাকামুখী মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৩৪২০) লরীর পেছন দিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। আহতদের মধ্যে সজিব দাস (৩২) নামের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া আসে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি’।