চৌদ্দগ্রামে পাঁচরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

0
1156

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার পাঁচরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে গরীব ও দিনমজুর ১২০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি দিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১২ মে) আয়োজিত অনুষ্ঠানে পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পাঁচরা জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য কিরন পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহাগ পাটোয়ারী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচরা জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মাহবুব আলম সওদাগর, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য মো: রাজন, প্রবাসী মামুন পাটোয়ারী প্রমুখ।

এদিকে করোনাকালীন সময়ে ঈদ উপহার সামগ্রী পেয়ে পাঁচরা জনকল্যাণ সংস্থার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গরীব ও অসহায় পরিবারের সদস্যরা।