নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে চারটি অ্যাওয়ার্ড অর্জন, সাংবাদিকতায় বিশেষ অবদান ও মানবতার কল্যাণে অসহায় মানুষের পাশে থাকায় ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান করেছে স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন। সংগঠনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সোমবার তাকে এ স্মারক তুলে দেন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের পরিচালক আবু হাসনাত জিসান ও সিনিয়র সদস্য মোঃ আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ব্র্যাক বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি ইউসুফ হোসাইন সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ এর আগে চলতি বছরের ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।