কাশিনগরে সাবেক চেয়ারম্যান শামসুল আলমের স্বরণে মিলাদ ও আলোচনা সভা

0
959

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে কাশিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জুগিরকান্দি এইচ কে দাখিল মাদরাসার সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরহুম শামসুল আলম মজুমদারের স্বরণে জুগিরকান্দি এইচ কে দাখিল মাদরাসার আয়োজনে কোরআন খতম, মিলাদ-মাহফিল ও আলোচনা সভা মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।

জুগিরকান্দি এইচ কে দাখিল মাদরাসার সভাপতি এনামুল হক হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান,সহ-সভাপতি মাস্টার মাঈন উদ্দিন, উপদেষ্টা শামসুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন, কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক, জুগিরকান্দি এইচ কে দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি, কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক ইলিয়াস হাজারী, মরহুমের বড় ছেলে মাসুদ, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির, দেলোয়ার হোসেন, শাহ আলম, আওয়ামীলীগ নেতা আবুল খায়ের, মরহুম শামছুল আলম মজুমদারের ছেলে সবুজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মোতালেব। মিলাদ -মাহফিল ও দোয়া পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মোহাদ্দেস মাওলানা আব্দুল রাজ্জাক ও মাওলানা মামুনুল হক।