চৌদ্দগ্রামে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
867

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে, দোয়া-মিলাদ মাহফিল, আলোচনা সভা, আনন্দ র‌্যালীসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বিকালে এ উপলক্ষে স্থানীয় সাংসদ কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুুবুল হক মোল্লা বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দপ্তর আলমগীর হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, সৈয়দ আহম্মেদ খোকন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, মাহফুজ আলম, কাজী জাফর আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আব্দুল মান্নান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম প্রমুখ।