চৌদ্দগ্রামে পাওনা টাকা দেয়ার কথা বলে পাওনাদারকে পিটিয়ে জখম

0
862

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়ীতে ডেকে এনে নজির আহম্মেদ নামে এক পাওনাদারকে বেধড়ক পিটিয়ে জখম করেছে রবিউল আলম লাভলু ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলা কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল সওদাগর বাড়ীতে। এ ঘটনায় ভুক্তভোগির স্ত্রী মরিয়ম আক্তার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের বদিউল আলম সওদাগরের ছেলে রবিউল আলম লাভলু একই গ্রামের নজির আহম্মেদ এর কাছ থেকে ১৫ দিনের কথা বলে ৫০ হাজার টাকা ধার নেয়। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) পাওনা টাকা দেয়ার কথা বলে নজির আহম্মেদকে নিজ বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে লাভলু ও তার পরিবারের সদস্যরা বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় নজির আহম্মেদ এর স্ত্রীর মামাতো ভাই নূর নবীও আহত হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লাভলুর বাড়ী থেকে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগির পরিবারের অভিযোগ। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আসামীরা আরো বেপরোয়া হবে বলে জানান স্থানীয় সচেতন মহল।

জানা গেছে, রবিউল আলম লাভলু দীর্ঘদিন থেকে মাদক কারবার সহ নানা প্রকার সন্ত্রাসী ও অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। চৌদ্দগ্রাম থানা সহ দেশের বিভিন্ন থানায় তার নামে মাদক মামলাসহ একাধিক মামলার রয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে।