চৌদ্দগ্রামে পৌরসভা পশ্চিম বাইপাসে মুজিবুল হক সড়কে ড্রেন-কালভার্টের কাজ শুরু

0
921

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার পশ্চিম বাইপাস বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব সড়কের সেন বাহাদুর বাড়ীর দক্ষিণ পাশ থেকে শুরু করে রতন মোল্লার বাড়ী হয়ে উত্তর-দক্ষিণ ফালগুনকরা হয়ে আটগ্রাম পাল বাড়ী পর্যন্ত ড্রেন ও কালভার্ট এর কাজ দোয়া ও মুনাজাত এর মধ্য দিয়ে শুরু হয়েছে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল আলীম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম জামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, চৌদ্দগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, মোশাররফ হোসেন, মাস্টার এরশাদ উল্লাহ্, মাস্টার আব্দুল মান্নান, মাস্টার আবু তাহের, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সফিকুর রহমান, পৌর আ’লীগ নেতা হানিফ চৌধুরী, কাজী কালাম, পৌর যুবলীগ নেতা নজরুল ইসলাম মিঠু, আকতার হোসেন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল হোসেন মোল্লা তুষার, পৌর ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি মোল্লা, ফারদিন মোল্লা প্রমুখ।