চৌদ্দগ্রামে আমানগন্ডা শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

0
930

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা মধ্যমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা মধ্যমপাড়া ক্রিকেট মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মী হোসেন মীরু।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরস মজুমদার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, উপজেলা আ’লীগের সদস্য ফারুক আব্দুল্লাহ্, ইউপি সদস্য নুরুল বাহার।

এ সময় টুর্নামেন্ট কমিটির সদস্য মো: রুবেল, মো: মহিন, শরীফ হোসেন, জিল্লুর রহমান, বাবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।