চৌদ্দগ্রাম মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

0
850

মুহা. ফখরুদ্দীন ইমন: চৌদ্দগ্রাম মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক খন্দকার এর সভাপতিত্বে ও কলেজ শিক্ষক মাইন উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, প্রচার-প্রচারণা সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন, কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, মিয়াবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।