চৌদ্দগ্রামে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

0
745

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে তরুন শিক্ষার্থী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাইকা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক আলী, প্রোগ্রামার অপূর্ব সাহা, সহকারী প্রোগ্রামার গায়েত্রী পাল প্রমুখ।