চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

0
793

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত মাইক্রোর ধাক্কায় শাহাদাৎ হোসেন (৩২) নামে এক সৌদিআরব প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত শাহাদাৎ উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র।

মঙ্গলবার (১০ মে) সকাল আনুমানিক সাড়ে নয়টায় রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার টাইমস্ স্কয়ার হোটেলের সামনে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহসিন জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে’।