চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত

0
868

মুহা. ফখরুদ্দীন ইমন: ভূমি নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহীতা জোরদারকরণের লক্ষ্যে চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লিখকদের নিয়ে দিনব্যাপী অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী।

চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রার সালাহ্ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির দপ্তর সম্পাদক আবুল হাশেমের পরিচালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন চান্দিনা সাব-রেজিস্ট্রার আকবর আলী, গুনবতী সাব-রেজিস্ট্রার আরিফুর রহমান, কেন্দ্রীয় দলিল লিখক সমিতির সহ-সাহিত্য সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো: শাহজাহান, চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি মো: শাহনেওয়াজ শাহিন, সেক্রেটারী আনোয়ার হোসেন প্রমুখ।