স্টাফ রিপোর্টার: দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি’র সুস্থতা কামনায় দোয়ার উদ্দেশ্যে পবিত্র ওমরা হজ্জ্ব করেছেন উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা ও কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল এবং চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, কনকাপৈত ইউনিয়নের প্রভাবশালী আ’লীগ নেতা, করপাটি গ্রামের কৃতি সন্তান আবুল খায়ের বেপারী।
এ সময় তিনি সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
এ বিষয়ে আ’লীগ নেতা আবুল খায়ের বেপারী জানান, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী, চৌদ্দগ্রামে গণমানুষের আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা, প্রিয় নেতা মুজিবুল হক মুজিব এমপি’র অসুস্থতার খবর শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। প্রিয় নেতার সুস্থতা কামনায় কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবালসহ ওমরা পালন করে প্রিয় নেতার জন্য দোয়া করেছি। আল্লাহ্ যেন প্রিয় নেতাকে দ্রুত সুস্থতা দান করেন এবং প্রিয় নেতাসহ উনার পরিবারের সকল সদস্যকে দীর্ঘায়ু দান করেন। এ সময় তিনি চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণের কাছে মুজিবুল হক মুজিব এমপি ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।