চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ৩ আসামী আটক

0
666

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে মাসুম, শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের আব্দুল আজীজের ছেলে রবিউল আলম রবি ও শুভপুর ইউনিয়নের যশপুর গ্রামের মৃত পেয়ার আহম্মদের ছেলে ইউনুস মিয়া।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘পুলিশি অভিযানে শুক্রবার রাতে ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে আটক করা হয়। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়’।