স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা হাই স্কুল ব্যাচ-৯৬ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সারাদিনব্যাপী পদ্মা সেতু, ভাঙ্গা গোল চত্বর, শিমুলিয়া নৌকা ভ্রমণ , ইলিশ ভর্তা , হিরাজিলে বিপ বিরানি সুপ খাওয়ার মধ্য দিয়ে বার্ষিক বনভোজনের পরিসমাপ্তি ঘটে।
বাতিসা হাই স্কুল ব্যাচ-৯৬ সমিতির সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল জলিল ,সাধারণ সম্পাদক মাস্টার আমির হোসেন, সদস্য শাহাব উদ্দিন, মীর হেসেন স্বপন, জামাল উদ্দিন টিপু, একরামুল হক স্বপন।
সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু বকর সুজনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল বাতেন পাটোয়ারী, মিজানুর রহমান পাটোয়ারী , নয়ন চৌধুরী, রূপ হোসেন, শহীদ উল্লাহ, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ ইসরাফিল, শাহানুর, আব্দুস সাত্তার প্রমুখ।
আলোচনা শেষে সাহাব উদ্দিনকে সভাপতি ও একরামুল হক স্বপনকে সাধারণ সম্পাদক করে ব্যাচ-৯৬ বাতিসা স্কুল সমিতির ২০২৩ সালের পরিচালনা কমিটি ঘোষনা করা হয়।