মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লা চৌদ্দগ্রামে ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনে প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদেরকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শন প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী।
প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের আহবায়ক ম্যাক্স কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য নজির আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের প্রধান উপদেষ্টা মাস্টার এম এ মতিন।
বিশেষ অতিথি ছিলেন ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন প্রধান শিক্ষক হাফেজ আহম্মেদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, অনুষ্ঠান সমন্বয়ক ও বাস্তবায়ন কমিটির কো-অপ্ট সদস্য, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের যুগ্ন আহবায়ক নুরুল আলম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোহাম্মদ আলী হায়দার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবাদ মিয়া মোল্লা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেট শাহজাহান কবির, এরিস্টোফার্মা লিমিটেডের রিজিওনাল সেলস্ ম্যানেজার ফারুখুজ্জামান, প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের যুগ্ন আহবায়ক ডা. তফুরা আক্তার, শাহিন ন্যারোলেক পেইন্টস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম, কাতার প্রবাসী শাহজালাল আবু ইউছুফ, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বিএসসি, কুমিল্লা রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ও কালজয়ী সেবা সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল হান্নান বিএসসি, কালজয়ী সঞ্চয় সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আবদুল মান্নান, প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের যুগ্ন আহবায়ক ও অর্থ উপ-কমিটির আহবায়ক সাইফুর রহমান, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের অবসরপ্রাপ্ত অফিস সহকারী বাবু অমৃত লাল দেবনাথ, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের দাতা সদস্য ও অবসরপ্রাপ্ত অফিস সহায়ক মো: আবুল কালাম।
শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ইকবাল হোসেন মজুমদার, আহছান হাবীব জিয়া, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সেলিম রেজা, প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা, মিজানুর রহমান, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান, সাইফুল ইসলাম মজুমদার, ছালেহ আহমেদ মজুমদার, সফিউল কাইয়ুম মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের দাতা সদস্যবৃন্দ, কালজয়ী সেবা সংঘ ও সঞ্চয় সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি, অর্থ উপ-কমিটির সদস্যবৃন্দসহ প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।