স্টাফ রিপোর্টার: রােটারি ক্লাব অব চৌদ্দগ্রামের বাের্ড মিটিং এবং ২০২৩-২৪ রােটাবর্ষের কার্যকরী কমিটি গঠিত হয়েছে চৌদ্দগ্রাম হোটেল হাইওয়ে ইন এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ২০২২-২৩ রোটাবর্ষের প্রেসিডেন্ট শহিদুল রহমান রতন।
এ সময় উপস্থিত ছিলেন ৩২৮২ এর ডিস্ট্রিক্ট ডেপুটি কোর্ডিনেটর শৈলবতী চৌধুরী নন্দন, ডিস্ট্রিক্ট গভর্নর এস্পেশাল এইড গৌরী শংকর চৌধুরী কনক, ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর আবু কাইয়ুম ভূঁইয়া সুমন।
সভায় রোটারিয়ান জসিম উদ্দিনকে প্রেসিডেন্ট ও রোটারিয়ান আব্দুল মান্নানকে সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আইপিপি রোটা, শহিদুর রহমান রতন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা.অর্জুন চন্দ্র পাল, সহ-সভাপতি রোটা. তাজুল ইসলাম পাটোয়ারী, রোটা. মাকসুদুর রহমান মাসুদ, রোটা. বিপ্লব চৌধুরী, যুগ্ম সম্পাদক রোটা. জামাল চৌধুরী, রোটা. আব্দুল মমিন, ট্রেজারার রোটা.এডভোকেট জাহিদুল ইসলাম, পরিচালক (ভোকেশনাল সার্ভিস) রোটা. আশিকুর রহমান চৌধুরী।
(কমিউনিটি সার্ভিস) রোটা.. জামাল চৌধুরী, ইন্টারন্যাশনাল সার্ভিস) রোটা. পিপি মোহাম্মদ আব্দুল মালেক আরএফএসএম। (যুব পরিষেবা) রোটা. সাদিয়া ইসলাম, বুলেটিন সম্পাদক: রোটা.সাংবাদিক আবুল বাশার রানা, সার্জেন্ট-এট-আর্মস: রোটা. হাসান মিয়া কে দায়িত্ব দেওয়া হয়েছে। রোটারি ক্লাব শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রুত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন। তার ধারা বাহিকতায় রোটারী ক্লাব অব চৌদ্দগ্রাম কাজ করে যাচ্ছে, নতুন প্রেসিডেন্ট ,সেক্রেটারী সকলের সহযোগিতা কামনা করেন।