ক্যান্সারে আক্রান্ত রফিজা বেগমকে অর্থ সহায়তা দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন

0
1180

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রফিজা বেগমকে নগদ অর্থ সহায়তা প্রদান করলো চৌদ্দগ্রামের অন্যতম মানবিক সংগঠন “স্বপ্নপূরণ ফাউন্ডেশন।

গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে রফিজা বেগমের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়াারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক কাজী শেখ ফরিদ।

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আফতাবুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যাবসায়ী কাজী মোহন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক ও ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনোয়ার হোসেন মুন্না, মো: ইয়াছিন, বেলাল হোসেন শাকিল, জসিম উদ্দীন হাসান ও আলাউদ্দীন আলো সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ক্যান্সারে আক্রান্ত রফিজা বেগমের স্বামী মমতাজ উদ্দীন ভূঁইয়া বশির মেম্বারের হাতে উক্ত ইভেন্টের জন্য সংগৃহিত নগদ ৯০ হাজার টাকা হস্তান্তর করা হয়।