সুশৃঙ্খল নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে শরীক হওয়ার আহবান করছি : জাতীয় পার্টির কর্মী সমাবেশে কাজী নাহিদ

0
265

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ক্ষমতার উচ্চ আসনে থাকা স্বত্তে¡ও কাজী জাফর আহমেদ কখনো কারো ক্ষতি করেননি। কারো বিরুদ্ধে কখনো গ্রেফতারি পরোয়ানা জারি করেননি। তার আমলে চৌদ্দগ্রামের মানুষ শান্তিতে বসবাস করেছিলো। প্রতিটি রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলো। কাউকে তিনি কোনো বাধা দেননি।

তিনি আরো বলেন, আমাদের পাটির কেন্দ্রীয় মহাসচিব আহসান হাবীব লিংকনকে সাজানো ও মিথ্যা মামলায় চার বছরের সাজা দিয়ে হুলিয়া জারি করেছে সরকার। এছাড়াও বিএনপি কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতারের পর পুলিশি নির্যাতন করা হয়েছে। আজকের এ সমাবেশ থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব লিংকনের বিরুদ্ধে জারিকৃত হুলিয়া প্রত্যাহারের দাবি জানাচ্ছি। উনি যাতে নিজ এলাকায় যেতে পারেন সে ব্যবস্থা করা হোক। পাশাপাশি বিএনপি নেতা এ্যানি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান সহ মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে আহবান জানাচ্ছি। আগামী নির্বাচনে মানুষ যাকেই ভোট দিবে, সে এমপি নির্বাচিত হবে। আপনারা কোনো বাধা দিবেন না। জনগণের যে অধিকার, সে অধিকার আগামী নির্বাচনে অবশ্যই প্রত্যয় ঘটবে। মানুষ শান্তি চায়, মানুষকে শান্তিতে থাকতে দিন। একটি সুশৃঙ্খল নির্বাচনের দাবিতে যে আন্দোলন চলছে, সে আন্দোলনে আপনাদেরকে শরীক হওয়ার আহবান জানাচ্ছি।

শুক্রবার (২০অক্টোবর) বিকালে উপজেলার বাতিসা হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মো: নাছির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, কেন্দ্রীয় জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহম্মদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক পাটোয়ারী, উপজেলা যুব সংহতি নেতা মাহফুজ ভূঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা কাজী আবুল বশর, ইয়াকুব হোসেন মোল্লা, নুরুল ইসলাম নুরু, মোহাম্মদ হোসেন দুলাল, রফিকুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাফর আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, গুনবতী ইউনিয়ন জাতীয় পাটির্র সাধারণ সম্পাদক জানে আলম দোভাষী, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হাজী রুহুল আমিন, জাতীয় পার্টি নেতা সাবু মেম্বার, বাতিসা ইউনিয়ন যুব সংহতি নেতা ইদ্রিস মজুমদার, আব্দুল করিম, মোহাম্মদ হোসেন, জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রসমাজ নেতা মো: আমির হোসেন, মাকসুদুর রহমান, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ নাফিজ প্রমুখ।