চৌদ্দগ্রাম পৌরসভায় ৮নং ওয়ার্ডে ছাত্রলীগের পথসভা

0
276

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় ছাত্রলীগের উদ্যোগে ৮নং ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ওয়ার্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ অক্টোবর) বিকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের রামরায়গ্রাম-গোমারবাড়ী এলাকায় এ উপলক্ষে আয়োজিত পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শহীদ, পৌর কাউন্সিলর কাজী বাবুল, উপজেলা শ্রমিক লীগ নেতা ইয়াকুব নবী, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান রুপু, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রউফ, পৌর যুবলীগ নেতা গাজী ফয়সাল।

চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামশেদ হোসেন নয়ন এর সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী শামীম ফিরোজ, সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা সৈকত মুন্সী, তানিম, রানা, আব্দুল্লাহ, রাফি, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন সাজিন, পৌর ছাত্রলীগ নেতা আজিম উদ্দিন, আসিফ, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা প্রান্ত, আলীম, রিফাত, রাহুল, ইউসুফ প্রমুখ।